মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
বর্তমান দুনিয়ায় সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং জগত । ডিজিটাল জগতে এখন সবকিছু হাতের মুঠোয় করা যায়। ফ্রিল্যান্সিং কাজের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে মোবাইল।
আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মনে করেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি না। মোবাইল এর বিভিন্ন মাধ্যমে আমরা আয় করতে পারি ।
নিম্নে কিভাবে ফ্রিল্যান্সিং শিখব তা ৫ টি উপায়:-
ই-মেইল মার্কেটিং....(Email marketing)
আমাদের প্রতিদিনই মোবাইল এ কাজের জন্য, তথ্য আদান-প্রদান এর, চাকরির জন্য আবেদন
এরকম অনেক কাজে আমরা ই-মেইল ব্যবহার করি । সেখানে কোন মানুষকে কোন কিছুর
বিজ্ঞাপন করে সেখান থেকে টাকা আয় করতে পারি ।
ফেসবুক মার্কেটিং...(Facebook marketing)
ফেসবুক ঘাটতে ঘাটতে কোনো একটা পণ্য পছন্দ হলে আমরা অডার দিলে আমরা সে পণ্য টা
হাতে পাই সে পণ্য টা ফেসবুক এ যে মাধ্যমে দেখতে পাইলাম তাই হলো ফেসবুক
মার্কেটিং... ফেসবুক আমরা প্রতিদিনই ব্যবহার করি। সেখানে আমরা অনেক কিছুই করতে
পারি।
কন্টেন্ট লিখে....(Content writing)
যেকোনো কিছু করতে হলে সেখানে লেখালেখি করতে হবে।
আর মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই লেখা জানতে হবে। একটা মানুষ কোনো একটা ওয়েব
সাইট এ প্রবেশ করলে সেখানে তার তথ্য গুলো সঠিক না দেখতে পাইলে সেখানে সে আর পড়বে
না। তাই ওয়েব সাইট এ কাজের জন্য সবচেয়ে দরকারি একটি জিনিস হলো কন্টেন্ট।
গ্ৰাফিক্স ডিজাইন ( graphics design)
আমরা কোনো জায়গায় প্রবেশ করতে আগে যেমন সেখানের পরিবেশ দেখি তেমনি আমরা
মোবাইল এ ফেসবুক বা ইউটিউব ভিডিও দেখতে আমরা যেটাই বেশি ডিজাইন করা থাকে সেটি
আমরা দেখি। ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি মূল্য হলো একজন গ্ৰাফিক্স
ডিজাইনার এর ।
এই মাধ্যম থেকে কাজ শিখতে পারলে অনেক কাজ পাওয়া যায়।
ইউটিউব মার্কেটিং (YouTube marketing)
ইউটিউব মার্কেটিং করে আমরা টাকা ইনকাম করতে পারি।
ইউটিউব থেকে ভিডিও ছেড়ে অথবা সেখানে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করতে পারি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url